আউটসোর্সিং শিল্পের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। আউটসোর্সিং খাতের সবচেয়ে বড় আয়োজন বিজনেস প্রোসেস আউটসোর্সিং- ষষ্ঠ বিপিও সামিট উদ্বোধনকালে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর সেনাপ্রাঙ্গনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাজো) এর আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যপ্রযুক্তি নির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান এবং বৈশ্বিক অংশীদারিত্বের বিপিও সম্মেলনে উপদেষ্টা বলেন, এই সামিটে যে পরিকল্পনা গ্রহণ করা হবে তা আগামী দিনে বাংলাদেশে দক্ষ ও উদ্ভাবনি তরুণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এবারের সামিটে থাকছে ৯টি আন্তর্জাতিকমানের সেমিনার ও ওয়ার্কশপ, চাকরি মেলা, উদ্যোক্তাবিষয়ক বিশেষ অধিবেশন এবং দেশি-বিদেশি প্রযুক্তি ও বিপিও প্রতিষ্ঠানের অংশগ্রহণে বৃহৎ পণ্য ও সেবা প্রদর্শনী। অংশ নিচ্ছেন কূটনীতিক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা।