ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা রোববার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও গুদামঘরসহ ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, “প্রায় ২০টি (ইসরায়েলি বিমানবাহিনীর) জঙ্গি বিমান ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ৩০টিরও বেশি যুদ্ধাস্ত্র ব্যবহার করে গোয়েন্দা ভিত্তিক হামলা চালিয়েছে।
“স্টোরেজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো সাইটগুলি” পাশাপাশি “সামরিক উপগ্রহ এবং রাডার সাইটগুলিতে” এই হামলাগুলি চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
তেহরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালানোর পর এ ঘটনা ঘটল, যদিও কিছু কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কিছু অংশে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর ‘ধ্বংসের আরেকটি চক্র’ ও প্রতিশোধের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।