সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ দেশ ছাড়লেন শাকিব খান নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন নাসির-তামিমা অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়, বলছে সরকার প্রতারণার অভিযোগ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার গ্রেফতার বুবলী এবার মিউজিক ভিডিওতে যাত্রী রেখে চলে গেল ট্রেন, স্টেশন মাস্টার বরখাস্ত ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু চানখাঁরপুলে ৬ হত্যা পলাতক সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিচার শুরু পুতিন সুন্দর কথা বলেন, তবে সন্ধ্যা হলেই বোমা মারেন: ট্রাম্প শরীয়তপুর জেলার পুলিশ অফিস ও রিজার্ভ অফিস পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মিটফোর্ডের ঘটনা নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টাও হতে পারে: মির্জা ফখরুল নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ চট্টগ্রামে দেবরের ‘ছুরিকাঘাতে’ ভাবি খুন ভালুকায় মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

[t4b-ticker]

টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অভিষেক

স্পোর্টস ডেস্ক / ২২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অভিষেক

আগামীকাল বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

গলে প্রথম টেস্ট ড্র হয়েছিল বাংলাদেশ খেলার একটি বড় অংশ আধিপত্য বিস্তার করার পরে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন, বিশ্বের মাত্র ১৫তম ব্যাটার হিসেবে একাধিকবার এমন কৃতিত্ব অর্জন করেছেন, অন্যদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিম দুই ইনিংসে ১৬৩ ও ৪৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলে টেস্টে নেমে টানা ১৩ ইনিংস খেলে নিজেকে আবিষ্কার করেছেন।

লিটন দাসও প্রথম ইনিংসে ৯০ রান যোগ করে নিজের ব্যাড প্যাচ ঝেড়ে ফেলেন। ব্যাটিং লাইন আপ, যা সর্বদা বাংলাদেশের দুর্বলতম লিঙ্ক ছিল, ক্লিক করলেও বোলাররা জ্বলে উঠতে থাকে, দলকে টেস্ট জয়ের সত্যিকারের সুযোগ দেয়।

অনেকটা মনে হচ্ছিল, বাংলাদেশ যদি দুঃসাহসিক পরিকল্পনা নিয়ে আসত, তাহলে টেস্ট জিততে পারত। এমনকি কেউ কেউ অভিজ্ঞ মুশফিক ও শান্তকে দলের উদ্দেশ্যকে এগিয়ে না রেখে ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলার সমালোচনা করেছেন।

সমালোচনার মাঝেও অধিনায়ক শান্ত পরে সাফ জানিয়ে দেন, পরাজয়ের সব সম্ভাবনা নস্যাৎ করতে চান তারা। তিনি আরও উল্লেখ করেছিলেন যে পঞ্চম দিনে হঠাৎ বৃষ্টি তাদের মূল পরিকল্পনাকে ব্যাহত করেছিল।

আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের ড্রেসিংরুমের কেউই ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলে না। বৃষ্টির কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা কার্যকর করতে পারিনি। আর উইকেট আমাদের প্রত্যাশা অনুযায়ী ভাঙেনি। এ কারণে আমরা সে সময় ঘোষণা দেইনি।

গলের বিপরীতে, দ্বিতীয় টেস্ট এসএসসির ভেন্যুর নির্ণায়ক ফলাফল তৈরির খ্যাতি রয়েছে। মাঠের পরিসংখ্যান বলছে, সেখানে অনুষ্ঠিত ৪৫টি টেস্টের মধ্যে ৩১টি টেস্টের ফলাফল এসেছে। মাঠটি এখানে শেষ ড্র ম্যাচটি দেখেছিল ২০১৪ সালে, তাও বৃষ্টির কারণে এবং বাস্তবে ২০১০ সালের পর থেকে কোনও টেস্ট ড্র হয়নি।

সেখানে তিন টেস্ট খেলে মোটা অঙ্কের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৮ বছর আগে শেষবার এই মাঠে খেলেছিল তারা। তবুও, মাঠটি একটি লালিত স্মৃতি ধারণ করে: ২০০১ সালে, মোহাম্মদ আশরাফুল অভিষেকেই একটি দুর্দান্ত সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হয়েছিলেন, এমন একটি রেকর্ড যা এখনও অক্ষত রয়েছে।

অসুস্থতার কারণে প্রথম টেস্ট মিস করা মেহেদী হাসান মিরাজ এই ম্যাচটি খেলবেন এবং তার ফিরে আসা বাংলাদেশের জন্য একটি বিশাল উত্সাহ হবে, কেবল প্রয়োজনীয় ভারসাম্য সরবরাহ করার কারণে নয়, এসএসসি পিচ ঐতিহাসিকভাবে স্পিনারদের পক্ষে।

স্পিনাররা ৫১.৯২ শতাংশ এবং পেসাররা ৪৮.০৮ শতাংশ উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুথিয়া মুরালিধরন ১৬৬ রান নিয়ে এই ভেন্যুতে উইকেট তালিকার শীর্ষে রয়েছেন। প্রথম টেস্টে বাংলাদেশ লঙ্কান স্পিনারদের স্বাচ্ছন্দ্যে খেলিয়েছে, যা তাদের কিছুটা আত্মবিশ্বাস দেওয়ার আরেকটি কারণ। কিন্তু গত বছর আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ১০ উইকেটের জয়ে ৮ উইকেট নিয়েছিলেন প্রবাথ জয়াসুরিয়া।

এমনকি শ্রীলঙ্কাও সাম্প্রতিক অতীতে এখানে সফরকারী স্পিনারদের মোকাবেলা করা কঠিন বলে মনে করেছিল। ২০২২ সালে পাকিস্তানের স্পিনার জুটি আবরার আহমেদ ও নুমান আলী এই ভেন্যুতে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিলেন, যা বাংলাদেশকে আরও উজ্জীবিত করতে পারে।

এছাড়াও বাংলাদেশের ক্রিকেট লোকগাথায় কলম্বো শহরের একটি বিশেষ স্থান রয়েছে। ২০১৭ সালে এই শহরে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জিতেছিল বাংলাদেশ, যদিও ভিন্ন ভেন্যু সারা ওভাল। ২৭টি সাক্ষাতে বাংলাদেশ ৬টি ড্র করেছে এবং ২০টি ম্যাচে হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

শান্ত মনে করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে পরিসংখ্যান পাল্টে দিতে পারবেন তারা।

শান্ত বলেন, ‘আমরা জানি শ্রীলঙ্কা আমাদের জন্য অন্যতম কঠিন প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে আমাদের রেকর্ডও ভালো নয়। তারপরও আমরা যদি তিন বিভাগেই আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে বিশ্বের যেকোনো দলকে হারাতে পারব।

মিরাজ দলে ফিরলে বাংলাদেশকে একটি পরিবর্তন করতে হবে এবং কুঠারটি দলে ওপেন করার পরে প্রথম টেস্টের দুই ইনিংসে ০ এবং ৪ করা এনামুল হক বিজয়ের উপর পড়তে পারে।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, দুনিথ ওয়েলাগে, পবন রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, থারিন্ডু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, ইসিথা ভিজেসুন্দারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031