২৯ জুন রোববার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো মে-২০২৫ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা । সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক ।
সভায় ডিআইজি মহোদয় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহে মে মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা, আরআরএফ, ঢাকা; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জ, ঢাকাসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও রেঞ্জের সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে সভায় যুক্ত ছিলেন।