বুধবার, ১৮ জুন ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ এখন বাংলাদেশিদের ইরান ছাড়া সম্ভব নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলো ১০০ সহকারী কমিশনার রোববার থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে চলবে বিচারকাজ আলোচনা ইতিবাচক, জুলাই মাসে জাতীয় সনদের আশা করছি: আলী রীয়াজ প্রধান উপদেষ্টার লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে ঐকমত্য সৃষ্টি: সালাহউদ্দিন রমজানের আগে নির্বাচনের ব্যাপারে সবাই একমত: আমীর খসরু ‘ইরান-ইসরাইল সংঘাত পর্যবেক্ষণ করছে সরকার, জ্বালানির দাম বাড়ছেনা’ দিনাজপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ মশার উপদ্রব, ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব

[t4b-ticker]

নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই শক্ত হাতে দমন  করা হবে ; ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৮ জুন ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, তা শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।

আজ রবিবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা কেউ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সক্ষমতা ঢাকা রেঞ্জ পুলিশের রয়েছে। আমার অধীনে এসপি-ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘যারা নিষিদ্ধ কার্যকলাপের সঙ্গে জড়িত, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘বাংলাদেশ পুলিশের প্রাচীন, অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা রেঞ্জ পুলিশ। ১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয়। ভৌগলিকভাবে ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। কারণ রংপুর বিভাগ ছাড়া অন্যান্য সকল বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের সীমানা রয়েছে। রাজধানী ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলো দ্বারা পরিবেষ্টিত।’

তিনি বলেন ‘ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা-ফাঁড়ি-সার্কেল এসপি অফিস হবে জনগণের। জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি। আমার রেঞ্জের অধীন সকল থানা হবে জনগণের। যে কোনো বিপদে First Responder. থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমি যতদিন ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করবো-ন্যায়নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘যারা ভূক্তভোগী এবং অসহায়, তাদের কথা আমি সরাসরি শুনতে চাই। তাদেরকে কী রকম আইনগত সহায়তা দেয়া যায়, সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখবো। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসাস্থল।’

ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই উল্লেখ করে রেজাউল করিম মল্লিক বলেন ‘অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারেন। আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার ৯৮টি থানার মানুষ আমার কাছে আসতে পারবে। রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্খিত সেবা না পায়, তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধান করার চেষ্টা করবো।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30