বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না : ট্রাম্প
প্রশ্নোত্তর পর্বে সেখানে উপস্থিত ভারতীয় একজন সাংবাদিক ট্রাম্পকে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, বাংলাদেশ ইস্যুতে আপনি কী বলতে চান? কারণ, আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট (রাজনৈতিক পট পরিবর্তন) বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল।
এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন কিছু, যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) কাজ করছেন এবং (ভারত) শত শত বছর ধরে কাজ করে আসছে, আমি যতটুকু জানি। সত্যি বলতে, আমি এটি সম্পর্কে পড়ছি কিন্তু আমি বিষয়টি প্রধানমন্ত্রীর (মোদি) ওপর ছেড়ে দেব।
ট্রাম্প-মোদি বৈঠকে যা যা সিদ্ধান্ত হলো
দুই নেতা হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক আলোচনা করছেন। আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য, শুল্ক এবং অভিবাসন।