অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করবেন।
নতুন বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্পের সুরক্ষার লক্ষ্যে বেশ কিছু পণ্যের ওপর কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব আসতে পারে। এতে বাজারে কয়েকটি পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিগারেটের দাম আরও এক দফা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরের জানুয়ারিতে সিগারেটের বিভিন্ন স্তরে ৫ থেকে ৭ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল। এবার নতুন বাজেটে তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রাখা হতে পারে। এতে সিগারেটের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাকজাত পণ্য ব্যবহার করেন। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারজনিত কারণে দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। এই ক্ষতির মধ্যে চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাস—দুই দিকই অন্তর্ভুক্ত রয়েছে।