গত ২ জুলাই বুধবার ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক ফরিদপুর জেলার ভাঙ্গা সার্কেল অফিস (দ্বি-বার্ষিক) ও ভাঙ্গা থানা (বার্ষিক) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ভাঙ্গা থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হন। সভায় ডিআইজি মহোদয়ের সামনে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।