সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ দেশ ছাড়লেন শাকিব খান নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন নাসির-তামিমা অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয়, বলছে সরকার প্রতারণার অভিযোগ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার গ্রেফতার বুবলী এবার মিউজিক ভিডিওতে যাত্রী রেখে চলে গেল ট্রেন, স্টেশন মাস্টার বরখাস্ত ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু চানখাঁরপুলে ৬ হত্যা পলাতক সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিচার শুরু পুতিন সুন্দর কথা বলেন, তবে সন্ধ্যা হলেই বোমা মারেন: ট্রাম্প শরীয়তপুর জেলার পুলিশ অফিস ও রিজার্ভ অফিস পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মিটফোর্ডের ঘটনা নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টাও হতে পারে: মির্জা ফখরুল নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ চট্টগ্রামে দেবরের ‘ছুরিকাঘাতে’ ভাবি খুন ভালুকায় মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

[t4b-ticker]

সম্মানসূচক অস্কার পাচ্ছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক / ৩২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
সম্মানসূচক অস্কার পাচ্ছেন টম ক্রুজ

চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার পাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। তবে কেবল তিনি নয় এই তালিকায় আছেন আরও তিনজন। এরা হলেন খ্যাতিমান কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং দক্ষ প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। পাশাপাশি সংগীতশিল্পী ও সমাজকর্মী ডলি পার্টনকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর, লস অ্যাঞ্জেলেসে। একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, এই চারজন কিংবদন্তি শিল্পী এমনভাবে চলচ্চিত্র জগতে ছাপ রেখে গেছেন যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ডেবি অ্যালেন তার নৃত্য ও অভিনয় দিয়ে প্রজন্মকে মুগ্ধ করেছেন, টম ক্রুজ প্রেক্ষাগৃহের সংস্কৃতি রক্ষায় সাহসী ভূমিকা রেখেছেন, ডলি পার্টন তার মানবিক কাজে অনন্য নজির স্থাপন করেছেন, আর উইন থমাস অসাধারণ নকশা-দক্ষতায় বহু সিনেমাকে জীবন্ত করে তুলেছেন।

টম ক্রুজ দীর্ঘ ক্যারিয়ারে যেমন নিজ হাতে স্টান্ট করেছেন, তেমনি প্রযোজক হিসেবেও অসাধারণ সাফল্য অর্জন করেছেন। কোভিড-পরবর্তী সময়ে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির মাধ্যমে দর্শককে হলে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এই ছবিটি সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল। তিনবার অস্কারে মনোনীত ক্রুজের আলোচিত ছবির তালিকায় রয়েছে—‘জেরি ম্যাগুয়ের’, ‘ম্যাগনোলিয়া’, ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘আ ফিউ গুড মেন’, ‘ভ্যানিলা স্কাই’ ও ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি।

অন্যদিকে, নৃত্য, অভিনয় ও প্রযোজনার জগতে সমান দক্ষতা দেখিয়ে আসছেন ডেবি অ্যালেন। সাতবার একাডেমি অ্যাওয়ার্ডসের কোরিওগ্রাফি করেছেন তিনি। কাজ করেছেন ‘ফরগেট প্যারিস’, ‘আ জ্যাজম্যানস ব্লুজ’ ও ‘দ্য সিক্স ট্রিপল এইট’-এর মতো ছবিতে। পাশাপাশি অভিনয়ে ‘ফেম’ ও ‘র‍্যাগটাইম’-এ তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

এছাড়াও উইন থমাস চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে বিবেচিত। স্পাইক লির ‘ডু দ্য রাইট থিং’, ‘ম্যালকম এক্স’, ‘ডা ফাইভ ব্লাডস’-এর মতো ছবিতে তার কাজ পেয়েছে সমালোচকদের প্রশংসা। এছাড়া ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘হিডেন ফিগারস’-এর মতো আন্তর্জাতিক সফল সিনেমার নেপথ্যেও ছিল তার মেধা।

অন্যদিকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কার পাচ্ছেন ডলি পার্টন। যিনি কেবল সংগীতেই নয়, সমাজসেবাতেও অগ্রগণ্য। ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রি এবং ৪৯টি স্টুডিও অ্যালবাম প্রকাশ ছাড়াও তিনি কাজ করেছেন ‘নাইন টু ফাইভ’ ও ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর মতো সিনেমায়। ১৯৯৫ সালে শুরু হওয়া তার ‘ইমাজিনেশন লাইব্রেরি’ প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে ২৮ কোটিরও বেশি বই শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031