সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। শনিবার সকালে গুলশানের বাসায় তাঁর মৃত্যু হয়।
শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে এটিএম শামসুল হুদা মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।