গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। সে সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফরের বিষয়টি প্রথম আলোচনায় আসে। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।
ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুদেশের মধ্যে বাণিজ্য ও শ্রম অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ইতালি আগামী তিন বছরে ৫ লাখ কর্মী নেবে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে জোর দেবে বাংলাদেশ।